Tuesday, 15 June 2021

Income Tax E-filing 2.0 New Portal - A bunch of problems & few solutions.

The old will have to go and the new will come - this is the simplest theory. Also we always expect some upgraded version after the departure of old. The old Income Tax efiling portal was too good. But Income Tax Department totally disappointed us till now after launching new Efiling 2.0 website.


It's been about a week, still multiple problems arising in the portal. Some issues and observations are highlighted regarding new portal, such as:

  • Email id should be Registered with Bank: The Email id entered as Primary email in the Income Tax efiling portal, should be registered with bank, Otherwise taxpayer can not prevalidate his Bank a/c, can not enable Bank EVC and doesn't get Income Tax Refund. Earlier, only mobile no. need to be registered with bank to prevalidate bank a/c in Income Tax efiling portal. Generally, bank registers only mobile no. to communicate with their customers. Most of the people doesn't register their email with bank a/c. Now taxpayers will have to go Bank for email id link when already most of the banks are not giving proper services since 1 year due to pandemic situation. The problem is worse at some merged banks, like PNB, Indian Bank etc. However, taxpayers may register email id with bank through official app or website of the banks, if they have debit card.

  • Bank prevalidated but still it showing 'not prevalidated' in Online Return Form: Bank A/c prevalidated and EVC enabled in profile tab but still it showing 'not prevalidated' in Return forms. Probably, this happens due to ongoing technical problems in the portal.


  • Much Slower than Previous Website: The people who already visited the new website will better understand that how slow the new website is! So, log in to the new portal when you have enough time and patience.

  • DSC need to be Re-register: The Earlier Digital Signature (DSC) registration can not be migrated due to security and technical reasons. Taxpayers need to re-register DSCin new efiling portal.
  • Mismatch in PAN and Profile data: Mismatch in PAN and Profile data is shown when Name, D.O.B. are same, but communication addresses are different.
  • E proceedings tab not working: It shows 'Coming Soon'.

  • Filed I.T. Returns can't be downloaded: Filed I.T. Return forms and Acknowledgements of previous years can not be downloaded.
  • No option to file 15CA/15CB: Due to several technical issues in the new portal, CBDT notifies that taxpayers can submit the aforesaid Forms in manual format to the authorized dealers till June 30th, 2021.
  • Old Grievances registered are not reflecting: This happens because all data are still not migrated from old webportal.
  • Old Outstanding Demands are not reflecting: This happens because all data are still not migrated from old webportal.
  • Unable to raise Refund reissue request: This happens because all data are still not migrated from old webportal.
  • Can't contact with CPC or efiling Helpline: Email at 'orm@cpc.incometax.gov.in' with the description of your issue and your mobile number. They will callback you within 72 hours.
The new portal efiling 2.0 launched to provide more user friendly service, quick processing of ITRs, quick refund and seamless experience to the taxpayers. But unfortunately the portal launched as a half cooked food. Hope the technical problems in the portal will be solved soon.








Tuesday, 8 June 2021

Alchemist, MPS সহ অন্যান্য আরো কয়েকটি চিটফান্ড থেকে টাকা ফেরত পেতে অনলাইনে আবেদন করবেন কিভাবে ? - জেনে নিন

শ্চিমবঙ্গের বিভিন্ন চিটফান্ডে গচ্ছিত টাকা ফেরত পাওয়ার আশা আমানতকারীরা প্রায় ছেড়েই দিয়েছেন এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। তবুও প্রায় প্রতি চিটফান্ড কেলেঙ্কারি নিয়েই যেহেতু আদালতে কেস চলছে, তাই অত্যন্ত ক্ষীণ হলেও একটা আশা থেকেই যায়। তবে ইতিমধ্যেই  আদালত একটি কমিটি গঠন করে কয়েকটি চিটফান্ড কোম্পানিতে গচ্ছিত টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 
এ প্রসঙ্গে সবার আগে আসবে Alchemist এর নাম। Justice S.P. Talukdar Committee এর তত্ত্বাবধানে ইতিমধ্যেই দুদফায় কিছু আমানতকারীদের গচ্ছিত টাকা ফেরানো হয়েছে। বাকি আমানতকারীদেরও টাকা ফেরানোর প্রক্রিয়া চলছে। 


কিভাবে Alchemist এ গচ্ছিত টাকা ফেরতের আবেদন করবেন ?
Justice S.P. Talukdar Committee এর সর্বশেষ নির্দেশিকা (16.04.2021) অনুযায়ী Alchemist এ গচ্ছিত টাকা ফেরত পাওয়ার জন্য আমানতকারীদের অনলাইনে কমিটির ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে হবে এবং কলকাতা হাইকোর্টের তরফে approval পাওয়া মাত্রই আমানতকারীদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে, কোনো আমানতকারীকেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য বা টাকা ফেরত নেওয়ার জন্য কমিটির কাছে উপস্থিত হতে হবে না।

 
Alchemist ছাড়া আর কোন কোন চিটফান্ড কোম্পানি থেকে টাকা ফেরত প্রক্রিয়া শুরু হয়েছে?
Alchemist ছাড়াও MPS, Prayag, Vibgyor ইত্যাদি কোম্পানির টাকা ফেরত দেওয়ার জন্য application verification এর কাজ চলছে। তবে আপাতত একমাত্র Alchemist থেকেই দু দফায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হয়েছে, বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য আপাতত application verification এর কাজ চলছে।
 








Tuesday, 18 May 2021

মোবাইল ফোনে অক্সিমিটার app এ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক আমানত কি আদৌ সুরক্ষিত ?



    একটি অনুরোধ:

    শুধুমাত্র শিরোনাম পড়েই কোনো মন্তব্য করবেন না। পুরোটা পড়ে, বুঝে, ভেবেচিন্তে মন্তব্য করুন।

    করোনা অতিমারী সঙ্কটকালে আমরা অনেক নতুন জিনিসের সাথে পরিচিত হয়েছি। বিশেষত স্বাস্থ্যসংক্রান্ত অনেক নতুন কিছু জেনেছি। যে লোকটা কোনোদিন খাওয়ার আগে হাত ধুতো না, সে এখন টাকায় হাত দিলেও হাতে স্যানিটাইজার ঘষে। না, ব্যঙ্গ করছি না, শুধুমাত্র বাস্তবটুকু বললাম। যাইহোক আসল কথায় আসা যাক। পালস অক্সিমিটারের নাম এবং কাজ এখন মোটামুটি সবারই জানা। কিন্তু একটা standard পালস অক্সিমিটারের দাম প্রায় হাজার দুয়েক টাকা বা তারও বেশি, তাই বর্তমান পরিস্থিতিতে অনেকের কেনার সাধ থাকলেও, সাধ্য নেই। এমতবস্থায় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হলো, মোবাইল ফোনের app এই এবার পালস অক্সিমিটারের মতো কাজ হবে। নিঃসন্দেহে একটি ভালো প্রয়াস, খবরটি সবাই দ্রুত লাইক, শেয়ার করতে শুরু করে এবং ওই appটি ডাউনলোড করে অক্সিজেন স্যাচুরেশন মাপতেও শুরু করে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন পোস্টের কয়েকটি কমেন্টে দেখা যায়, কয়েকজন ওই app এর security নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে যাওয়ার আগে পালস অক্সিমিটার সম্পর্কে কয়েকটি ছোট্ট তথ্য দেওয়া যাক।
     

    পালস অক্সিমিটারে কি কি মাপা যায় ?

    মূলত তিনটি জিনিস মাপা যায়,
    • %SpO2 - রক্তে অক্সিজেনের মাত্রা (সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা ৯৫-১০০%)
    • PI% - Perfusion Index
    • PRbpm - প্রতি মিনিটে পালস রেট অর্থাৎ প্রতি মিনিটে হৃদস্পন্দন (সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা ৬০-১০০/মিনিট)


    যেকোনো পালস অক্সিমিটারই কি নির্ভুল রিডিং দেখায়?

    সাধারণত Medical Instruments একটু ভালো ব্রান্ডের নেওয়ার চেষ্টা করাই ভালো, তাতে ঠিকঠাক রিডিং পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খুব সস্তার এমন অনেক পালস অক্সিমিটার এখন পাওয়া যাচ্ছে, যেগুলোর রিডিং দেখে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন। যেমন ধরুন একটা লোকের কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার দেহের অক্সিজেন স্যাচুরেশন মাপতে ইচ্ছা হল, তবে ভালোমানের পালস অক্সিমিটারে না মাপায়, দেখা গেল তার অক্সিজেন লেভেল ৯৩%। এবার লোকটা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেল, প্যানিকে ভুগতে শুরু করল, এই অবস্থায় সে তার পরিচিত একজনকে ব্যাপারটা জানালো, সেই পরিচিত ব্যক্তি বলে দিল আপনার 'হ্যাপি হাইপক্সিয়া' হয়েছে, ব্যস প্রথম ব্যক্তির বুক ধড়ফড় করতে শুরু করল আর তিনি ছুটলেন হাসপাতালে। হাসপাতালে ডাক্তারবাবু সব পরীক্ষা করে দেখলেন লোকটির কিছুই হয়নি, জাস্ট ভুল রিডিং দেখে প্যানিক করে প্যালপিটিশনে ভুগছেন। একেই রোগী অনুপাতে ডাক্তার কম, তার ওপর এসব কান্ড বাধলে তো পরিস্থিতি সামাল দেওয়া মহা মুশকিল। তাই দেহে অক্সিজেন লেভেল মাপতে ইচ্ছা হলে ভালো ব্রান্ডের অক্সিমিটারে মাপাটাই সমীচীন।

    হাতের কোন আঙ্গুলে অক্সিমিটার ব্যবহার করা উচিত? হাতের আঙ্গুল ছাড়া শরীরের আর অন্য কোন জায়গায় অক্সিমিটার ব্যবহার করা যেতে পারে?

    সাধারণত ডানহাতের মধ্যমাতে (মাঝের আঙ্গুল) মাপলেই সঠিক রিডিং পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ডানহাতের তর্জনীতেও (দ্বিতীয় আঙ্গুল) মাপা যেতে পারে। হাতের আঙ্গুল ছাড়া পায়ের আঙ্গুল, কানের লতিতেও পালস অক্সিমিটার ব্যবহার করা যেতে পারে। নিচের ছবিতে হাতের কোন আঙ্গুল অক্সিমিটার ব্যবহার করলে সঠিক রিডিং পাওয়ার সম্ভাবনা বেশি তার একটি তুলনা দেওয়া হলো।
     
     
     

    মোবাইল ফোনের অক্সিমিটার app এ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক আমানত কি আদৌ সুরক্ষিত ?

    যেহেতু আধার কার্ডে চোখের রেটিনা ও হাতের ১০ আঙ্গুলের বায়োমেট্রিক রেজিস্টার্ড রয়েছে এবং আধারের সাথে ব্যাঙ্ক, মোবাইল নম্বর, PAN ইত্যাদি আরো অনেক কিছুই লিঙ্কড, তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে সুরক্ষার প্রশ্নটা এসেই যায়। তবে পাশাপাশি আরেকটা ব্যাপারও উঠে আসে যে, 
     
    মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট তো আমরা ফোনের স্ক্রিন লক খোলার সময়েও বা বিভিন্ন পেমেন্ট app ব্যবহার করার সময়েও দিই কই তখন তো প্রশ্ন ওঠে না? 
    এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই বলতে হয়, ইন্টারনেট আমাদের ভবিষ্যৎ ঠিকই কিন্তু ডেটা সুরক্ষার ব্যাপারে এখনও অনেক খামতি রয়েছে, কারণ বিভিন্ন কোম্পানি তাদের security system কে প্রতিনিয়ত যত উন্নত করেন, হ্যাকাররাও তাদের হ্যাকিং সিস্টেম তত উন্নত করে। তবে নামী ব্রান্ড বা বড় কোম্পানি তাদের Privacy Policy তে জানিয়ে দেয়, যে কিভাবে তারা উন্নত security system এর সাহায্যে গ্রাহকদের ডেটা সুরক্ষিত রাখার চেষ্টা করে। তাই যেকোনো কোম্পানিরই উচিত তাদের Privacy Policy বিস্তারিত ভাবে গ্রাহকদের জানানো।
     
     
    তাহলে কি মোবাইল অক্সিমিটার app ব্যবহার করবো না?
    প্রথমত মোবাইল অক্সিমিটার app এই নতুন নয়, এর আগেও অনেক এসেছে, কিন্তু সেইসব app এর accuracy নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এমনকি কয়েকটির ক্ষেত্রে ডেটা চুরিরও অভিযোগ উঠেছে। এখন হতেই পারে নতুন কেউ আরও উন্নত পদ্ধতিতে মোবাইল অক্সিমিটার app তৈরি করেছেন এবং তার কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিন্তু app এর security system নিয়ে সংস্থার তরফে বিস্তারিতভাবে জানানো দরকার।
    হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সুরক্ষা নিয়ে যদি কেউ দ্বিধাগ্রস্ত হন তাহলে তিনি পায়ের আঙ্গুলেও মোবাইল অক্সিমিটার ব্যবহার করতে পারেন (পালস অক্সিমিটার হাতের আঙ্গুল ছাড়াও পায়ের আঙ্গুল ও কানের লতিতে ব্যবহার করা যায়। আধার কার্ডে পায়ের আঙ্গুলের বায়োমেট্রিক যোগ করা নেই, তাই পায়ের আঙ্গুলে খানিকটা নিশ্চিন্তেই পরীক্ষা করা যেতে পারে। তবে কানের লতিতে ব্যবহার করাটা একটু অসুবিধাজনক।)

    পালস অক্সিমিটার বা কোনো Medical Instrument ছাড়া আর কোনোভাবে শরীরে অক্সিজেন লেভেল মাপা যেতে পারে কি ?

    পালস অক্সিমিটার ছাড়া হয়তো দেহের অক্সিজেন লেভেল মাপা যাবে না, তবে ফুসফুসের পরীক্ষা Medical Instrument ছাড়াও করা যেতে পারে।
    যেমন, আপনি লম্বা শ্বাস নিয়ে অন্তত ২০ সেকেন্ড শ্বাস ধরে রাখতে পারছেন কিনা পরীক্ষা করে দেখতে পারেন। যদি সফল হন, তাহলে তেমন চিন্তার কিছু নেই, তবে ব্যর্থ হলে একটু এ ব্যাপারে সতর্ক হতে হবে (Asthma, COPD ইত্যাদি ফুসফুসের রোগের ক্ষেত্রে এই পরীক্ষাটি প্রযোজ্য নয়)।
     
    এছাড়া বাঁ হাতের কব্জির মাঝের হাড়ের ডানদিকে ডানহাতের তিন আঙ্গুল রাখলেই আপনি পালস বুঝতে পারবেন, স্টপ ওয়াচের সাহায্যে ১মিনিটে কতবার স্পন্দন অনুভব করলেন সেটা গুনলেই পালস রেট অর্থাৎ হৃদস্পন্দন মিনিটে কতবার তা জানতে পারবেন।
     
    কোনো মেডিক্যাল যন্ত্র ছাড়াই পালস মাপার পদ্ধতি

     

    পরিশেষে বলি, বর্তমান কোভিড পরিস্থিতিতে কারোর কোনো সু-উদ্যোগকে ছোট করার কোনো উদ্দেশ্যই নেই, কিন্তু কিছু মানুষের মনে যদি তাদের সেই উদ্যোগ নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে সেটার সঠিক ব্যাখ্যা দিয়ে আস্বস্ত করার দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থার। বরং খবরে প্রকাশিত পূর্বের অনেক ঘটনার কথা পড়ে মানুষের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। 



    Tuesday, 27 April 2021

    TDS deducted? Be careful if you are filing Income Tax Return only with Form 26AS

    Nowadays, some taxpayers does not wait for form 16 or form 16A certificates. Some of the taxpayer submits Income Tax Return with the details of form 26AS. But there is chance of mistakes in TDS entry if any taxpayer files ITR only with form 26AS and doesn't tally form 26AS details with form 16 or form 16A.



    What is TDS ?
    TDS or Tax Deducted at Source is income tax deducted from the money paid at the time of making specified payments such as salary, professional fees, commission, interest etc. As per this concept, a person (deductor) who is liable to make payment of specified nature to any other person (deductee) shall deduct the tax at source and remit the same into the account of the Central Government.

    What is form 16, 16A, 16B, 16C and 26AS ?
    Form 16:
    Form 16 is Salary TDS certificate. If your Annual Income from Salary is more than basic exemption limit of Rs. 250,000, your employer deduct TDS on your salary and deposit it with the government. It must be issued by 15th June of the year for which it is being issued. For example, for FY 2020-21, the due date for issue of Form 16 shall be 15th June 2021. However, sometimes this due date extends.

    Form 16A:
    Form 16A is a TDS certificate on Income Other than Salary. Generally, form 16A shall be issued, when a bank deducts TDS on your interest income from Fixed Deposits, for TDS deducted on insurance commission, for TDS deducted on Professional or Technical services. It must be issued by 15th June of the year for which it is being issued. For example, for FY 2020-21, the due date for issue of Form 16 shall be 15th June 2021. However, sometimes this due date extends.
     
    Form 16B:
    TDS Certificate for Sale of Property.
     
    Form  16C:
    TDS Certificate for Rent of Property.
     
    Form 26AS:
    Form 26AS is a statement which includes :
    • Information on Tax Deducted on your income by deductors
    • Details of Tax Collected by collectors
    • Advance Tax and Self Assessment Tax paid by the Taxpayers.
    • Regular Assessment Tax deposited by the Taxpayers.
    • Details of Refund received by taxpayer during the financial year.
    • Details of High value Transactions in respect of Shares, Mutual fund etc.

     

    Due date of TDS Return :
    Generally employer / deductor files TDS return quarterly and each quarter has respective due dates. But the Due date of last quarter ( Jan- Mar ) is 31st May. For example, for FY 2020-21, the due date to file TDS return is 30th June, 2021. However sometime due date extends ( For example: In FY 2019-20, due date extended up to 31st July 2021, due to Covid situation).

    What happen if anyone Claim or Show TDS in their Income Tax Return and file it before 30th June, 2021 ?

    First of all, if a Taxpayer fills TDS details in ITR with TDS certificate (Form 16 / 16A / 16B / 16C) issued by Employer / Deductor, then it is ok.

    But if a Taxpayer fills TDS details in ITR only with Form 26AS details before 30th June, then there is a chance of mistakes. If you check form 26AS in 'HTML view' then you can't find all details. But if you export form 26AS in PDF format, then you will get detailed statement. Generally, last quarter (Jan-Mar) of TDS amount details updates in form 26AS after 31st May. So if you file Income Tax Return only with the TDS details of form 26AS before 30th June, generally you can't find all TDS deduction amount details. Therefore, you can't able to show all TDS deduction details in ITR and can't get full or actual amount refund (if refund arises).




    Tuesday, 30 March 2021

    Tax Audit (sec 44AB) limit for Business is 1 Cr / 2 Cr / 5 Cr in FY 2020-21 / AY 2021-22? Here is the answer

     
    What is Audit ?

    Audit means an inspection of books of accounts by some officials or some specified persons for the purpose of establishing the fact that the accounting records present a true and fair view.

    Types of Audit

    There are two types of audit, namely Statutory audit and Tax audit.

    What is Statutory Audit ?

    Statutory audit is a compulsory audit for a Company governed by Companies Act, a Trust governed by Trust Act, Bank by RBI Act etc. by an external auditor to examine full accounting records of the organization.




    What is Tax Audit ?

    A Tax Audit is an audit, made compulsory by the Income Tax Act, if the annual gross turnover/receipts of the assessee exceed the specified limit. Tax audit is conducted in Sec 44AB of the Income Tax Act by a Chartered Accountant. Simply Tax Audit means, an audit of matters related to tax.

    Limits of Tax Audit (Sec44AB) under Income Tax Act

    According to Section 44AB of the Income Tax Act 1961 (updated up to 2020) the Tax Audit limit for

    Click here to go to the official website of Income Tax Department to read Sec 44AB in details

    Business :

    Rs. 1 Crore. It means an assessee need to be audited under Sec.44AB if his annual gross turnover/receipts in business exceeds Rs. 1 Crore. This provision is applicable from F.Y. 2016-17 (A.Y. 2017-18) & onwards. It means the limit of Tax Audit u/s 44AB is Rs. 1 Cr. for Business in FY 2020-21 / AY 2021-22

    Profession :

    Rs. 50 Lakh. It means an assessee need to be audited under Sec 44AB if his annual gross receipts in profession exceeds Rs. 50 Lakh. This provision is applicable from F.Y. 2016-17 (A.Y. 2017-18) & onwards. It means the limit of Tax Audit u/s 44AB is Rs. 50 Lakh for Profession in FY 2020-21 / AY 2021-22.


    What is Presumptive Taxation Scheme (Sec 44AD) for Business ?

    Sec 44AD provides special provision for computing profits and gains of Business on presumptive basis. You need not to maintain proper accounting. Your Net Income is estimated to be @ 8% of your gross receipt/turnover. From F.Y. 2016-17 onwards, net income is calculated as @ 6% of gross receipts are received through digital mode of payments and @ 8% of gross receipts are received in cash.

    Businesses, whose annual gross turnover/receipt does not exceeds Rs. 2 Crore are eligible for this scheme.

    Click here to go to the official website of Income Tax Department to read in details about Sec 44AD

    You need to file ITR 4 (previously ITR4S up to F.Y. 2016-17) in F.Y. 2020-21 to avail these scheme.

     
    What is Presumptive Taxation Scheme (Sec 44ADA) for Profession ?
     
    Sec 44ADA provides special provision for computing profits and gains of Profession on presumptive basis. You need not to maintain proper accounting. Your Net Income is esteemed to be @ 50% of your gross receipt/turnover. 

    Professionals, whose annual gross turnover/receipt does not exceeds Rs. 2 Crore are eligible for this scheme.

     
    You need to file ITR 4 (previously ITR4S up to F.Y. 2016-17) in F.Y. 2020-21 to avail these scheme.
     
    Now a big controversy arises, 

    My Income from business exceeds Rs. 1 Crore but below Rs. 2 Crore in F.Y. 2020-21 (A.Y. 2021-22). Do I need to audit under section 44AB ?

    It depends on several things, such as
    •  If you are a Commission agent, Company or L.L.P., then you need to audit u/s 44AB as you are not eligible for sec.44AD. So, you need to be audited u/s 44AB.
    • If you are a resident in India and you are an Individual / HUF / Partnership firm, then if your annual gross turnover exceeds Rs. 1 Crore but below 2 Crore, you need to calculate your Net income u/s44AD and file ITR 4 in F.Y. 2020-21 (A.Y. 2021-22) to avoid tax audit. Remember your Net Income should not below @8%.
    •  If your Net income is below @8% of your annual gross turnover/receipt, then you must be audited u/s 44AB even if your gross turnover is below 1 Crore.
    • If you are eligible for sec. 44AD but want to declare income less than 8% or not want to claim benefit of sec 44AB then you should be audited u/s 44AB.

    According to CBDT Press release regarding clarification on threshold limit of tax audit u/s 44AB and u/s 44AD, 


    "Section 44AB of the Income-tax Act (‘the Act’) makes it obligatory for every person carrying on business to get his accounts of any previous year audited if his total sales, turnover or gross receipts exceed one crore rupees. However, if an eligible person opts for presumptive taxation scheme as per section 44AD(1) of the Act, he shall not be required to get his accounts audited if the total turnover or gross receipts of the relevant previous year does not exceed two crore rupees. The higher threshold for non-audit of accounts has been given only to assessees opting for presumptive taxation scheme under section 44AD."


    Click here to read CBDT press release on 20.06.2016

    Can anyone declare higher income i.e. income above 8% under Presumptive Income Scheme (44AD)?

    Yes, you can declare higher income (>8%) under sec 44AD. But income should not below 8%.


    So in simple words, If your annual gross turnover/receipts from business exceeds Rs. 1 Crore, you need to be audited u/s 44 AB. But you may avoid tax audit u/s 44AD if your annual gross turnover/receipt is below 2 Crore. 

    You may also read 

    Friday, 26 March 2021

    Company Dividend is Taxable from FY 2020-21 but What about Mutual Fund Dividend ? - Here is the Answer

    Hope you already know that Dividend received from company is taxable from financial year 2020-21. Hence exemption u/s 10(34) is not applicable from FY 2020-21 as Dividend Distribution Tax u/s 115O is abolished. But there are less clarifications regarding Mutual Fund Dividend Exemption under section 10(35). Is it till available or not? Let's read and understand with official links:
     


    What is Dividend ?
    Dividend means the distribution of rewards from a portion of the company's earning and is paid to its shareholders. Dividend is a part of the profit that a company shares with its shareholders. Dividends can be issued as cash payments or as shares of stock or any other kind, though cash dividends are most common.
    According to Sec 10(22) of Income Tax Act, Dividend Includes:
    • Distribution of accumulated profits to shareholders entailing release of the company's assets;
    • Distribution of debentures or deposit certificates to shareholders out of the accumulated profits of the company and issue of bonus shares to preference shareholders out of accumulated profits;
    • Distribution made to shareholders of the company on its liquidation out of accumulated profits;
    • Distribution to shareholders out of accumulated profits on the reduction of capital by the company ; and
    • Loan or advance made by a closely held company to its shareholder out of accumulated profits.


    Taxation on Dividend received from Indian Companies  (Domestic Companies):

    From Financial Year 2020-21, Dividend received from companies is taxable in the hand of receiver (shareholder). There is no exemption available u/s 10(34) of I.T. Act.
     
    Click here to read Tax treatment of Dividend Received from Company

    Taxation on Dividend received from Mutual Funds


    From Financial Year 2020-21, Dividend received from Mutual Funds is also Taxable in the hand of receiver. There is no exemption available u/s 10(35) of I.T. Act.




    Consequently, Sec 115BBDA which provides for Taxability of Dividend in excess of rs. 10 lakh has no relevance as the entire amount of dividend shall be taxable in the hand of shareholder.