Tuesday 18 May 2021

মোবাইল ফোনে অক্সিমিটার app এ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক আমানত কি আদৌ সুরক্ষিত ?



    একটি অনুরোধ:

    শুধুমাত্র শিরোনাম পড়েই কোনো মন্তব্য করবেন না। পুরোটা পড়ে, বুঝে, ভেবেচিন্তে মন্তব্য করুন।

    করোনা অতিমারী সঙ্কটকালে আমরা অনেক নতুন জিনিসের সাথে পরিচিত হয়েছি। বিশেষত স্বাস্থ্যসংক্রান্ত অনেক নতুন কিছু জেনেছি। যে লোকটা কোনোদিন খাওয়ার আগে হাত ধুতো না, সে এখন টাকায় হাত দিলেও হাতে স্যানিটাইজার ঘষে। না, ব্যঙ্গ করছি না, শুধুমাত্র বাস্তবটুকু বললাম। যাইহোক আসল কথায় আসা যাক। পালস অক্সিমিটারের নাম এবং কাজ এখন মোটামুটি সবারই জানা। কিন্তু একটা standard পালস অক্সিমিটারের দাম প্রায় হাজার দুয়েক টাকা বা তারও বেশি, তাই বর্তমান পরিস্থিতিতে অনেকের কেনার সাধ থাকলেও, সাধ্য নেই। এমতবস্থায় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হলো, মোবাইল ফোনের app এই এবার পালস অক্সিমিটারের মতো কাজ হবে। নিঃসন্দেহে একটি ভালো প্রয়াস, খবরটি সবাই দ্রুত লাইক, শেয়ার করতে শুরু করে এবং ওই appটি ডাউনলোড করে অক্সিজেন স্যাচুরেশন মাপতেও শুরু করে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন পোস্টের কয়েকটি কমেন্টে দেখা যায়, কয়েকজন ওই app এর security নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে যাওয়ার আগে পালস অক্সিমিটার সম্পর্কে কয়েকটি ছোট্ট তথ্য দেওয়া যাক।
     

    পালস অক্সিমিটারে কি কি মাপা যায় ?

    মূলত তিনটি জিনিস মাপা যায়,
    • %SpO2 - রক্তে অক্সিজেনের মাত্রা (সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা ৯৫-১০০%)
    • PI% - Perfusion Index
    • PRbpm - প্রতি মিনিটে পালস রেট অর্থাৎ প্রতি মিনিটে হৃদস্পন্দন (সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা ৬০-১০০/মিনিট)


    যেকোনো পালস অক্সিমিটারই কি নির্ভুল রিডিং দেখায়?

    সাধারণত Medical Instruments একটু ভালো ব্রান্ডের নেওয়ার চেষ্টা করাই ভালো, তাতে ঠিকঠাক রিডিং পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খুব সস্তার এমন অনেক পালস অক্সিমিটার এখন পাওয়া যাচ্ছে, যেগুলোর রিডিং দেখে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন। যেমন ধরুন একটা লোকের কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার দেহের অক্সিজেন স্যাচুরেশন মাপতে ইচ্ছা হল, তবে ভালোমানের পালস অক্সিমিটারে না মাপায়, দেখা গেল তার অক্সিজেন লেভেল ৯৩%। এবার লোকটা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেল, প্যানিকে ভুগতে শুরু করল, এই অবস্থায় সে তার পরিচিত একজনকে ব্যাপারটা জানালো, সেই পরিচিত ব্যক্তি বলে দিল আপনার 'হ্যাপি হাইপক্সিয়া' হয়েছে, ব্যস প্রথম ব্যক্তির বুক ধড়ফড় করতে শুরু করল আর তিনি ছুটলেন হাসপাতালে। হাসপাতালে ডাক্তারবাবু সব পরীক্ষা করে দেখলেন লোকটির কিছুই হয়নি, জাস্ট ভুল রিডিং দেখে প্যানিক করে প্যালপিটিশনে ভুগছেন। একেই রোগী অনুপাতে ডাক্তার কম, তার ওপর এসব কান্ড বাধলে তো পরিস্থিতি সামাল দেওয়া মহা মুশকিল। তাই দেহে অক্সিজেন লেভেল মাপতে ইচ্ছা হলে ভালো ব্রান্ডের অক্সিমিটারে মাপাটাই সমীচীন।

    হাতের কোন আঙ্গুলে অক্সিমিটার ব্যবহার করা উচিত? হাতের আঙ্গুল ছাড়া শরীরের আর অন্য কোন জায়গায় অক্সিমিটার ব্যবহার করা যেতে পারে?

    সাধারণত ডানহাতের মধ্যমাতে (মাঝের আঙ্গুল) মাপলেই সঠিক রিডিং পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ডানহাতের তর্জনীতেও (দ্বিতীয় আঙ্গুল) মাপা যেতে পারে। হাতের আঙ্গুল ছাড়া পায়ের আঙ্গুল, কানের লতিতেও পালস অক্সিমিটার ব্যবহার করা যেতে পারে। নিচের ছবিতে হাতের কোন আঙ্গুল অক্সিমিটার ব্যবহার করলে সঠিক রিডিং পাওয়ার সম্ভাবনা বেশি তার একটি তুলনা দেওয়া হলো।
     
     
     

    মোবাইল ফোনের অক্সিমিটার app এ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক আমানত কি আদৌ সুরক্ষিত ?

    যেহেতু আধার কার্ডে চোখের রেটিনা ও হাতের ১০ আঙ্গুলের বায়োমেট্রিক রেজিস্টার্ড রয়েছে এবং আধারের সাথে ব্যাঙ্ক, মোবাইল নম্বর, PAN ইত্যাদি আরো অনেক কিছুই লিঙ্কড, তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে সুরক্ষার প্রশ্নটা এসেই যায়। তবে পাশাপাশি আরেকটা ব্যাপারও উঠে আসে যে, 
     
    মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট তো আমরা ফোনের স্ক্রিন লক খোলার সময়েও বা বিভিন্ন পেমেন্ট app ব্যবহার করার সময়েও দিই কই তখন তো প্রশ্ন ওঠে না? 
    এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই বলতে হয়, ইন্টারনেট আমাদের ভবিষ্যৎ ঠিকই কিন্তু ডেটা সুরক্ষার ব্যাপারে এখনও অনেক খামতি রয়েছে, কারণ বিভিন্ন কোম্পানি তাদের security system কে প্রতিনিয়ত যত উন্নত করেন, হ্যাকাররাও তাদের হ্যাকিং সিস্টেম তত উন্নত করে। তবে নামী ব্রান্ড বা বড় কোম্পানি তাদের Privacy Policy তে জানিয়ে দেয়, যে কিভাবে তারা উন্নত security system এর সাহায্যে গ্রাহকদের ডেটা সুরক্ষিত রাখার চেষ্টা করে। তাই যেকোনো কোম্পানিরই উচিত তাদের Privacy Policy বিস্তারিত ভাবে গ্রাহকদের জানানো।
     
     
    তাহলে কি মোবাইল অক্সিমিটার app ব্যবহার করবো না?
    প্রথমত মোবাইল অক্সিমিটার app এই নতুন নয়, এর আগেও অনেক এসেছে, কিন্তু সেইসব app এর accuracy নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এমনকি কয়েকটির ক্ষেত্রে ডেটা চুরিরও অভিযোগ উঠেছে। এখন হতেই পারে নতুন কেউ আরও উন্নত পদ্ধতিতে মোবাইল অক্সিমিটার app তৈরি করেছেন এবং তার কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিন্তু app এর security system নিয়ে সংস্থার তরফে বিস্তারিতভাবে জানানো দরকার।
    হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সুরক্ষা নিয়ে যদি কেউ দ্বিধাগ্রস্ত হন তাহলে তিনি পায়ের আঙ্গুলেও মোবাইল অক্সিমিটার ব্যবহার করতে পারেন (পালস অক্সিমিটার হাতের আঙ্গুল ছাড়াও পায়ের আঙ্গুল ও কানের লতিতে ব্যবহার করা যায়। আধার কার্ডে পায়ের আঙ্গুলের বায়োমেট্রিক যোগ করা নেই, তাই পায়ের আঙ্গুলে খানিকটা নিশ্চিন্তেই পরীক্ষা করা যেতে পারে। তবে কানের লতিতে ব্যবহার করাটা একটু অসুবিধাজনক।)

    পালস অক্সিমিটার বা কোনো Medical Instrument ছাড়া আর কোনোভাবে শরীরে অক্সিজেন লেভেল মাপা যেতে পারে কি ?

    পালস অক্সিমিটার ছাড়া হয়তো দেহের অক্সিজেন লেভেল মাপা যাবে না, তবে ফুসফুসের পরীক্ষা Medical Instrument ছাড়াও করা যেতে পারে।
    যেমন, আপনি লম্বা শ্বাস নিয়ে অন্তত ২০ সেকেন্ড শ্বাস ধরে রাখতে পারছেন কিনা পরীক্ষা করে দেখতে পারেন। যদি সফল হন, তাহলে তেমন চিন্তার কিছু নেই, তবে ব্যর্থ হলে একটু এ ব্যাপারে সতর্ক হতে হবে (Asthma, COPD ইত্যাদি ফুসফুসের রোগের ক্ষেত্রে এই পরীক্ষাটি প্রযোজ্য নয়)।
     
    এছাড়া বাঁ হাতের কব্জির মাঝের হাড়ের ডানদিকে ডানহাতের তিন আঙ্গুল রাখলেই আপনি পালস বুঝতে পারবেন, স্টপ ওয়াচের সাহায্যে ১মিনিটে কতবার স্পন্দন অনুভব করলেন সেটা গুনলেই পালস রেট অর্থাৎ হৃদস্পন্দন মিনিটে কতবার তা জানতে পারবেন।
     
    কোনো মেডিক্যাল যন্ত্র ছাড়াই পালস মাপার পদ্ধতি

     

    পরিশেষে বলি, বর্তমান কোভিড পরিস্থিতিতে কারোর কোনো সু-উদ্যোগকে ছোট করার কোনো উদ্দেশ্যই নেই, কিন্তু কিছু মানুষের মনে যদি তাদের সেই উদ্যোগ নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে সেটার সঠিক ব্যাখ্যা দিয়ে আস্বস্ত করার দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থার। বরং খবরে প্রকাশিত পূর্বের অনেক ঘটনার কথা পড়ে মানুষের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। 



    13 comments:

    1. Thanks for sharing. Especia Associates LLP can conduct physical verification of stock on the company's behalf. We are a leading Stock Audit Services & Stock audit processes firm in Noida, Delhi, Gurgaon, Other regions in India. Stock Audit Services is a physical verification of stock and inventory and a very important tool for strengthening the internal control system. if you need stock Audit Services call 9310165114 or visit us Stock Audit services

      ReplyDelete
    2. Ping-here : @killhacks - Telegram/ICQ
      @peeterhacks - Wickr/Skype

      Leads-Pros-Fullz

      Fullz-Pros SSN+DOB+DL
      Fullz High-Cresdit-Scores
      CC+C.V.V with SSN Info Fullz
      Dumps-Pin-Codes (101/202)
      Fullz-Business-E.I.N
      Tax-Return-Filling-Fullz
      Fullz-For SBA/PUA/UI-Filling
      Premium-Fullz For applying-loans

      Fullz-available in Bulk-quantity
      Genuine-stuff Fresh-Spammed
      Within-Mins-Delivery
      Will-be-replaced If anything-Invalid

      Tools&Tutorials available-too for Hacking+Carding+Spamming+Cracking
      Mai-lers-Senders-C.panels-Shells-Web-mailers
      Bru-tes, Dorks, R.A.T's, RDP's, Vir-uses
      2021/2022-Fr**d Bi**e
      Complete Kali-Linux/Python Courses
      WA/FB-Hacking-Methods/Key-loggers
      Packages-are-also-available For Learning-Purpose

      TG - @leadsupplier
      ICQ - 752822040
      Wickr/Skype - @peeterhacks

      For-More-Info Hit me up

      ReplyDelete
    3. Thanks for the nice blog. It was very useful for me. We are one of the best. Class 3 Digital Signature

      ReplyDelete
    4. Awesome article on blog commenting, keep the good work Thank you. Digital Signature in Delhi

      ReplyDelete
    5. Thanks for writing such a great post. According to me also, commenting on blogs is a great tactic for link building.Class 3 Digital Signature Online

      ReplyDelete
    6. Happy to see your blog as it is just what I’ve looking for. I am looking forward to another great article from you.Class 3 Digital Signature in India

      ReplyDelete
    7. If you're searching for a reliable and experienced GST registration consultant near me, look no further! Our expert GST registration consultant is your trusted partner in navigating the complexities of the Goods and Services Tax (GST) system. With a commitment to providing top-notch services, we are conveniently located in your area to offer you the guidance and expertise you need.

      ReplyDelete
    8. Thank you for describing in detail about blog commenting. It is a valuable tool. Private Detective Agency in jaipur

      ReplyDelete
    9. Nice piece of information. Kindly check out my new blog Digital Signature in Gurgaon

      ReplyDelete
    10. Easily, the post is really the greatest on this laudable topic. I concur with your conclusions and will thirstily look forward to your future updates. Saying thanks will not just be sufficient, for the fantastic lucidity in your writing. Solid work and much success in your business Detective Agency in Delhi

      ReplyDelete
    11. First of all thanks to the blogger for sharing and giving useful information. Apply DGFT Digital Signature

      ReplyDelete
    12. First of all thanks to the blogger for sharing and giving useful information. Apply Digital Signature in Faridabad

      ReplyDelete
    13. Awesome article on blog commenting, keep the good work Thank you. Digital Signature in Bhila

      ReplyDelete