ভোটার আইডি কার্ড বা EPIC (Electors Photo Identity Card) হলো জাতীয় নির্বাচন কমিশন প্রদত্ত একটি সচিত্র পরিচয়পত্র যেটি পাওয়ার জন্য বা সংশোধনের জন্য যে কেউ নিজেই অনলাইনে আবেদন করতে পারে, এর জন্য কোনোরকম চার্জ লাগে না।
কারা নতুন ভোটার কার্ডের আবেদন করতে পারে?
ভোটার কার্ডের আবেদন করতে হলে অবশ্যই নিম্নোক্ত শর্তগুলি পূরণ হওয়া প্রয়োজন:
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
- আবেদনকারীর বয়স ১৮ পেরোতে হবে
- আবেদনকারীর স্থায়ী ঠিকানা থাকতে হবে।
কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদন করা যাবে?
www.nvsp.in এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নাম রেজিস্টার করতে হবে ও user id & password create করতে হবে। তারপর log in করে Form 6 অনলাইনে পূরণ করতে হবে।
নতুন ভোটার কার্ড আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন?
- আবেদনকারীর ছবি
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
অনলাইনে নতুন ভোটার কার্ড আবেদনের পর কি করণীয়?
নতুন ভোটার কার্ড সংগ্রহ করতে হবে কিভাবে ?
যদি আপনার নির্বাচন কমিশনের কর্মী বাড়িতে নতুন ভোটার কার্ড দিয়ে যায় তো ভালো, নইলে নিকটবর্তী নির্বাচন কমিশনের অফিস থেকে নতুন ভোটার কার্ড সংগ্রহ করতে হবে। এই সংক্রান্ত তারিখ নির্বাচন কমিশনের তরফ থেকেই আপনাকে ফোন বা sms করে জানিয়ে দেওয়া হবে।
ভোটার কার্ডে তথ্য সংশোধন করবেন কিভাবে ?
www.nvsp.in ওয়েবসাইটে log in করে form 8 পূরণ করার মাধ্যমে আপনি ভোটার তথ্য সংশোধন করতে পারেন বাড়িতে বসেই নতুন কার্ড পেয়ে যাবেন।
ভোটার তথ্য সার্চ করা যাবে কিভাবে?
এই লিঙ্কে ক্লিক করুন এবং নিজের নাম, জন্ম তারিখ ইত্যাদি অথবা EPIC No. এর সাহায্যে Electoral poll এ আপনার তথ্য যাচাই করে নিন।
কিভাবে e-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন ?
নভেম্বর ২০২০ এর পর যারা অনলাইনে মোবাইল নম্বরসহ নতুন ভোটার কার্ডের আবেদন করেছেন, আপাতত তারাই ওয়েবসাইট থেকে e-EPIC ডাউনলোড করতে পারবেন pdf ফরম্যাটে।
0 Please Share a Your Opinion.: