Tuesday, 30 April 2019

পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি করবেন / What to do if mobile is lost or stolen in any place of West Bengal

প্রথমেই বলে রাখি, যারা মনে করেন মোবাইল হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, কিন্তু  তারা একবার কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন। হারানো ফোন ফিরে পাওয়া সংক্রান্ত ছবিসহ অনেক পোস্ট পেয়ে যাবেন। তবে ফোন হারিয়ে গেলে শুধুমাত্র লোকাল পুলিশস্টেশনে ডায়েরি করে সিম ব্লক করে দিয়েই যদি আপনি থেমে যান, তাহলে আপনার হারানো ফোন ফিরে পাবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এরপর যদি আপনি সঠিক জায়গায় অভিযোগ জানান, তাহলে আপনার হারানো ফোন ফিরে পাবার সুযোগ অনেকটাই বেড়ে যাবে।

হারানো ফোনের ব্যাপারে অভিযোগ জানাতে গেলে IMEI no উল্লেখ করতেই হবে। প্রতিটি ফোনের প্রতিটি SIM slot এর unique IMEI no থাকে। এই IMEI no এর ভিত্তিতেই হারানো ফোন Track করা সম্ভব। এমনকি যদি ফোনের SIM বদলে দেওয়াও হয়, তাহলেও IMEI no এর ভিত্তিতে ফোনের Location track করা যাবে। 
ফোন থেকে *#06# dial করলেই IMEI no screen এ দেখা যাবে। তবে হারিয়ে যাওয়া ফোনের ক্ষেত্রে তো সে উপায় নেই, তাই IMEI no আগে থেকে জানা থাকলে ভালো, নয়তো  ফোনের Purchase bill বা বাক্সের গায়েও IMEI no লেখা থাকে। এছাড়া Android এর ক্ষেত্রে Android Device Manager এবং iPhone এর ক্ষেত্রে iCloud এ log in করেও IMEI no জানা যায়।



কলকাতায় ফোন হারালে বা চুরি হয়ে গেলে কিভাবে অভিযোগ জানাবেন:
  1. Purchase invoice ও IMEI no সহ লোকাল থানায় জেনারেল ডায়েরি (GD) করুন।
  2. ডায়েরির কপি ও উপরোক্ত তথ্যসহ লালবাজার পুলিশস্টেশনে যোগাযোগ করুন বা 
  3. ডায়েরির কপি ও উপরোক্ত তথ্যসহ Deputy Commissioner of Police (Special) Detective Department এ মেল করুন dcddspl@kolkatapolice.gov.in এ। 
  4. Bondhu Kolkata Police Citizen এই app এর মাধ্যমে অনলাইনেই জেনারেল ডায়েরি (e GD) করা যাবে।

কলকাতা ছাড়া অন্য কোনো জেলায় ফোন হারালে বা চুরি হয়ে কিভাবে অভিযোগ জানাবেন:: 
  1. Purchase invoice ও IMEI no সহ লোকাল থানায় জেনারেল ডায়েরি (GD) করুন। 
  2. cidwestbengal.gov.in এ গিয়ে Public Stolen Mobile Registration Form fill up করুন।


হারানো ফোন উদ্ধার সম্পর্কিত বিষয়ে আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:




2 comments:

  1. PLEASE READ PLEASE READ PLEASE READ
    Hello everyone, i would like to share my experience on this platform. i have been hearing of Blank Atm for a while and i applied through a few people but i was scammed, not until i found Mr George who saved me from scammers, i got my blank ATM card in 5 days after application and tried the encrypted card in an ATM machine and pos cash store to my greatest surprise i was able to withdraw $3000 and that was the daily rate i applied for. to be honest there is no risk involved the card is not traceable and has an infrared signal that blocks off CCTV during your withdrawals. i just payed my daughters tuition fee and cleared my mortgage debts, i am also richer and started a business that is doing fine. Mr George is really a life saver and he is very genuine. You can contact him with this email address: blankatm402@gmail.com
    Best wishes

    ReplyDelete
  2. Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Dr James Eric Finance Pvt Ltd Thanks

    ReplyDelete