Wednesday, 1 May 2019

জমি-বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং মিউটেশন - পশ্চিমবঙ্গ/ Some Important facts on Property related matters & Mutation of property in West Bengal

হাসপাতাল এবং কোর্ট এই দুটো জায়গাতেই মানুষ যেতে না চাইলেও অধিকাংশ মানুষকেই সারাজীবনে অন্তত একবার হলেও যেতে হয়। আর কোর্ট কাছারির ব্যাপারে সবচেয়ে সাধারণ বিষয় হল সম্পত্তি সংক্রান্ত সমস্যা। তবে আপনার সম্পত্তির সমস্ত আইনি কাগজপত্র যদি ঠিকঠাক থাকে বা সময় থাকতে যদি সব কাগজ ঠিক করে নেন তাহলে সমস্যার কোনো প্রশ্নই নেই বা সমস্যা হলেও তার দ্রুত সমাধান পাওয়া যাবে। তাই সম্পত্তি সংক্রান্ত কিছু সাধারণ বিষয় জেনে রাখা প্রয়োজন।




ব্লক: ব্লক হল জেলার উপজেলা বা Sub Division. অনেকগুলি ব্লক নিয়ে একেকটি জেলা গঠিত হয়।

মৌজা: মৌজা হচ্ছে খাজনা (Tax) আদায়ের সর্বনিম্ন একক এলাকা। প্রতিটি ব্লককে কয়েকটি মৌজায় ভাগ করা হয়।

জে.এল. নং (JL No): JL no এর পুরো কথা Jurisdiction List No. প্রতিটা মৌজার একটা নির্দিষ্ট J.L. No. থাকে।

খতিয়ান নং: খতিয়ান একটি পার্সি শব্দ। জমি চিহ্নিতকরণের জন্য খতিয়ান নং ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির একটি মৌজায় যতগুলি জমিই থাক না কেন, সবকটির খতিয়ান একই হবে।
খতিয়ান সাধারণত তিনপ্রকার,
১) LR খতিয়ান: LR এর পুরো কথা Land Reforms. যতবার জমির মিউটেশন করা হবে, ততবার LR খতিয়ান পাল্টে যাবে।
২) RS খতিয়ান: Revisional Settlement, 1962 অনুযায়ী তৈরি খতিয়ান।
৩) CS খতিয়ান: Central Settlement 1926 অনুযায়ী তৈরি খতিয়ান। 

দাগ নং (Plot no): দাগ নং দিয়ে জমিকে নির্দিষ্ট করে চিহ্নিত করা হয়। একটি মৌজায় প্রতিটি জমির আলাদা আলাদা দাগ নং থাকে।

পর্চা কি?
 পর্চা হল জমির উপর কারোর অধিকারের আইনি প্রমাণপত্র। আইনি ভাষায় একে বলা হয় ROR বা Records Of Right. পর্চায় মৌজা, জে. এল. নং, খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাপ এবং অবশ্যই জমির মালিকের নাম লেখা থাকে। BLRO অফিসে গিয়ে বা অনলাইনেও পর্চা বের করা যায়। জমির মালিক পরিবর্তন হলে নতুন করে জমির মিউটেশন করতে হয় এবং নতুন পর্চা বের করতে হয়। 

দলিল কি?
কোনো সম্পত্তির ওপর কারোর মালিকানার নথি হল দলিল।

Misc Case কি?
 Misc Case  এর পুরো কথা Miscellaneous Case. সম্পত্তি সংক্রান্ত যে case গুলিকে Civil Case হিসাবে গন্য করা হয় না, সেগুলিতে Civil Case no এর পরিবর্তে Misc. Case no দেয়া হয়।

মিউটেশন (Mutation) কি?
মিউটেশন মানে ক্রীত সূত্রে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা বদল।

জমি-বাড়ির মিউটেশন করা প্রয়োজন কেন?
যদি কেউ মনে করেন, জমি বা বাড়ির দলিল রেজিস্ট্রি করে মালিকানা বদল করলেই তিনি সব দায় মুক্ত, তাহলে তিনি ভুল ভাবছেন। কারণ এরপর থেকে তাকে তার অধিকারে থাকা সম্পত্তির জন্য সম্পত্তি কর (Property Tax) দিতে হবে এবং সম্পত্তি কর দেওয়ার জন্যই তাকে মিউটেশন করতে হবে। মিউটেশন না করলে সঠিক মালিকের নামে সম্পত্তি কর দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে ভবিষ্যতে Penalty ও Interest হওয়ার আশঙ্কা রয়েছে।
মিউটেশন করতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে?
  • জমির মিউটেশন করতে হলে নির্দিষ্ট ব্লকের BLRO অফিস এবং
  • বাড়ির মিউটেশন করতে হলে স্থানীয় মিউনিসিপালিটি অফিসে যোগাযোগ করতে হবে।

নিজস্ব বাড়ির ক্ষেত্রে কি BLRO এবং Municipality দুটি মিউটেশনই করতে হবে?
হ্যাঁ, কারণ জমির রাজস্ব বা খাজনা (Revenue) দেওয়ার জন্য BLRO মিউটেশন এবং সম্পত্তি কর (Property Tax) দেওয়ার জন্য মিউনিসিপালিটি মিউটেশন করতে হবে।

ফ্ল্যাটের ক্ষেত্রেও কি ফ্ল্যাটের মালিককে দুটি মিউটেশনই করতে হবে?
না, ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাটের মালিককে শুধুমাত্র মিউনিসিপালিটি মিউটেশন করতে হবে সম্পত্তি কর (Property Tax) দেওয়ার জন্য। এক্ষেত্রে BLRO মিউটেশন করার দায়িত্ব জমির মালিকের। তবে ফ্ল্যাটের মালিকের কাছে অবশ্যই জমির পর্চা থাকতে হবে।

মিউটেশন করতে গেলে সাধারণত কি কি কাগজপত্র লাগে?

নতুন কেনা সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রে:
  • কেনার দলিল (Sale Deed)
  • জমির পর্চা (ROR) (অনেকসময় নাও লাগতে পারে)
  • Affidavit on Rs.10 stamp paper
  • শেষ জমা দেওয়া সম্পত্তি করের (Property Tax) রশিদ।

সম্পত্তির মালিকের মৃত্যুর পর আইনত উত্তরাধিকারীর নামে মিউটেশনের ক্ষেত্রে:
  • মৃত্যু প্রমাণপত্র (Death Certificate)
  • সম্পত্তির দলিল (অনেকসময় নাও লাগতে পারে) 
  • জমির পর্চা (ROR)  
  • Warrision/ Succession/ Legal Heir Certificate 
  • Affidavit on Rs.10 stamp paper. 
  • শেষ জমা দেওয়া সম্পত্তি করের (Property Tax) রশিদ।
*প্রসঙ্গত উল্লেখ্য, মিউটেশন করতে গেলে নির্দিষ্ট মিউটেশন ফি দিতে হয়।

কনভার্সন (Conversion) কি?
কনভার্সন মানে জমির শ্রেনী পরিবর্তন। সাধারণ অবস্থায় সব জমিই হল কৃষি জমি, অকৃষিক্ষেত্রে জমি ব্যবহারের জন্য জমির শ্রেনী পরিবর্তন করা আবশ্যিক। এটাই হল কনভার্সন। মানে, ধরুন আগে একটা জমিতে চাষবাস হত, এখন সেই জমিতে চাষবাস না করে বাড়ি তৈরি করলে জমির শ্রেনী পরিবর্তন মনে কনভার্সন করতে হবে


বিভিন্ন এককে (বিঘা, কাঠা, শতক ইত্যাদি) জমির পরিমাপ কিভাবে করবেন তা জানতে নীচের লিংকে ক্লিক করুন:


6 comments:

  1. Replies
    1. What has your government done to help save you from your financial instability? you strive to survive and yet you hear stories of how your leaders have become terror in your entities... is time to make a different. for will have made money, and we have also come to help you out from your long time of financial suffering. clearing of credit card is made available, software for hacking ATM machines, bank to bank hacking and transfer, change your school grade and become something useful in the society. we also have other form of services such as Facebook hack, whats-app hack, twitter hack, i cloud hack, tracking of smart phones, hacking CCTV, installation of software on desktop and PC, snap-chat hack, Skype hack, wire wire, bitcoin account hack, erase your criminal record and be free for ever. database hack and many more. e-mail: cyberhackingcompany@gmail.com for your genuine hacking services and we shock we your findings.  

      Delete

  2. Dearest Esteems,

    We are Offering best Global Financial Service rendered to the general public with maximum satisfaction,maximum risk free. Do not miss this opportunity. Join the most trusted financial institution and secure a legitimate financial empowerment to add meaning to your life/business.

    Contact Dr. James Eric Firm via
    Email: fastloanoffer34@gmail.com
    urgentloanoffer22.blogspot.com/
    Whatsapp +918929509036
    Best Regards,
    Dr. James Eric.
    Executive Investment
    Consultant./Mediator/Facilitator

    ReplyDelete
  3. PLEASE READ PLEASE READ PLEASE READ
    Hello everyone, i would like to share my experience on this platform. i have been hearing of Blank Atm for a while and i applied through a few people but i was scammed, not until i found Mr George who saved me from scammers, i got my blank ATM card in 5 days after application and tried the encrypted card in an ATM machine and pos cash store to my greatest surprise i was able to withdraw $3000 and that was the daily rate i applied for. to be honest there is no risk involved the card is not traceable and has an infrared signal that blocks off CCTV during your withdrawals. i just payed my daughters tuition fee and cleared my mortgage debts, i am also richer and started a business that is doing fine. Mr George is really a life saver and he is very genuine. You can contact him with this email address: blankatm402@gmail.com
    Best wishes

    ReplyDelete
  4. Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Dr James Eric Finance Pvt Ltd Thanks

    ReplyDelete
  5. The illuminati World - Bringing talented to limelight of fame and riches. Get money, fame, powers, security, get recognized in your business, political race, rise to the top in whatever you do, be protected spiritually and physically! All these you will achieve in a twinkle of an eye when you get initiated into the GREAT ILLUMINATI WORLD ORDER. Once you are initiated to the ILLUMINATI EMPIRE, you have numerous other benefits and get an amount of $1,000,000.00 as gift.So, are you interested in joining the Illuminati? message WhatsApp +12282993080

    ReplyDelete