Saturday 11 May 2019

বিভিন্ন ট্যাক্স বা কর সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

ট্যাক্স বা কর কথাটা আমাদের জীবনে নানাভাবে জড়িত। মিউনিসিপলিটি ট্যাক্স থেকে শুরু করে ইনকাম ট্যাক্স, জি.এস.টি., প্রফেশন ট্যাক্স আরও অনেক ট্যাক্স রয়েছে। ট্যাক্সের যেমন অনেক ভাগ রয়েছে, তেমনই সরকার দ্বারা আদায়কৃত সব চার্জই ট্যাক্স নয়। যেমন ধরুন, হাইওয়েতে যে টোল নেওয়া হয়, তাকে আমরা অনেকসময় টোল ট্যাক্স বলে থাকি। কিন্তু জেনে রাখুন 'টোল'কে ঠিক ট্যাক্স বলা চলে না। 



কর (Tax) কি ?

অর্থনৈতিক উন্নতির জন্য সরকার যে অর্থ জনগণের কাছে থেকে আদায় করে, তা হল কর (Tax)

ভারতে কতরকমের ট্যাক্স রয়েছে এবং কি কি ?

ভারতে সাধারণত দু রকমের ট্যাক্স বা কর রয়েছে,
প্রত্যক্ষ কর (Direct Tax), যা জনগণের কাছ থেকে সরাসরি সরকারের কাছে যায়।
যেমন: আয়কর (Income Tax)

পরোক্ষ কর (Indirect Tax), যা জনগণের কাছ থেকে অন্য কোনো সংস্থার কাছে যায়, তারপর সেখান থেকে সরকারের কাছে যায়।
যেমন: GST (দোকানদার ক্রেতার থেকে GST নেয়, তারপর সেটা সরকারের কাছে জমা দেয়।)

কর আদায়ের ভিত্তিতে কর কত রকমের ও কি কি?

সাধারণত তিন রকমের,

কেন্দ্রীয় কর (Central Tax)
যেমন: আয়কর (Income Tax)

রাজ্য কর (State Tax)
যেমন: SGST, Profession Tax ইত্যাদি।

স্থানীয় কর (Local Body Tax)
যেমন: সম্পত্তি কর (Property Tax)

কর (Tax) ছাড়াও সরকার জনগনের থেকে আরও অনেক charge আদায় করে থাকে, যেমন: revenue (রাজস্ব ), duty, cess, surcharge, toll ইত্যাদি। এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক।


Duty: Duty হল একটি বিশেষ ধরনের ট্যাক্স যা সাধারনত কোনো পণ্য বা নির্দিষ্ট কোনো আর্থিক লেনদেনের ওপর নেওয়া হয়। Duty ব্যাপারটা পণ্য আমদানি - রপ্তানির ক্ষেত্রে (এজন্য Duty কে on border tax ও বলা হয়ে থাকে) অর্থাৎ  Customs Department এর সাথেই বেশি জড়িত। ভারতে বিভিন্ন Duty চালু আছে যেমন: Excise duty, Custom duty, Stamp duty ইত্যাদি।

Cess: সেস্ হল ট্যাক্সের ওপর ট্যাক্স (ট্যাক্স কষা হয় আয়ের ওপর, কিন্তু সেস্ হিসাব করা হয় ট্যাক্সের ওপর), যা সাধারণত কোনো নির্দিষ্ট ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নেওয়া হয়। যেমন: স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য বর্তমানে Health & Education Cess নেওয়া হয়।

Surcharge: Cess এর মত Surcharge ও ট্যাক্সের ওপর হিসাব করা হয়। তবে তফাৎ হল Surcharge সাধারণত ধনীদের থেকেই আদায় করা হয় ( যেমন: বার্ষিক যায় ৫০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে হলে করদাতাকে আয়করের ওপর ১০% surcharge দিতে হয়।)

Toll: টোল হল একধরনের ফি যা সাধারণত কোনো ব্রিজ না হাইওয়েতে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা হয় সেই ব্রিজ বা হাইওয়ের রক্ষণাবেক্ষণের জন্য।

Revenue (রাজস্ব): সাধারণত, জনগণের ওপর সরকার যে সব চার্জ চাপায় সেগুলো Tax, Duty ইত্যাদি নামে পরিচিত। সরকার যখন সেগুলো collect করে, তখন সেটাকে Revenue বলা হয়। অর্থ্যাৎ Taxও হল একধরনের Revenue.

TDS (Tax Deducted at Source): আয়কর আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা সংস্থা (Deductor) যদি অন্য কোন ব্যক্তিকে (Deductee) কোনো ফি, কমিশন, সুদ ইত্যাদি প্রদান করে, তাহলে প্রদানকারী ব্যক্তি বা সংস্থা (Deductor) যাকে প্রদান করছে (deductee) তাকে দেওয়া অর্থ থেকে ট্যাক্স কেটে নিয়ে সরকারের কাছে জমা দিতে পারে। মানে এক্ষেত্রে ব্যক্তি আয়কর জমা দেওয়ার আগেই অর্থপ্রদানকারী সংস্থা আয়কর কেটে সরকারের কাছে জমা দেয়। তবে অনেকক্ষেত্রে form 15G/15H জমা দেওয়ার মাধ্যমে TDS কেটে নেওয়া এড়ানো যায়। আবার অনেকসময় আয়কর রিটার্ন দাখিল করে, কেটে নেওয়া TDSবাবদ অর্থ ফেরতও পাওয়া যায়।

3 comments:


  1. Dearest Esteems,

    We are Offering best Global Financial Service rendered to the general public with maximum satisfaction,maximum risk free. Do not miss this opportunity. Join the most trusted financial institution and secure a legitimate financial empowerment to add meaning to your life/business.

    Contact Dr. James Eric Firm via
    Email: fastloanoffer34@gmail.com
    urgentloanoffer22.blogspot.com/
    Whatsapp +918929509036
    Best Regards,
    Dr. James Eric.
    Executive Investment
    Consultant./Mediator/Facilitator

    ReplyDelete
  2. PLEASE READ PLEASE READ PLEASE READ
    Hello everyone, i would like to share my experience on this platform. i have been hearing of Blank Atm for a while and i applied through a few people but i was scammed, not until i found Mr George who saved me from scammers, i got my blank ATM card in 5 days after application and tried the encrypted card in an ATM machine and pos cash store to my greatest surprise i was able to withdraw $3000 and that was the daily rate i applied for. to be honest there is no risk involved the card is not traceable and has an infrared signal that blocks off CCTV during your withdrawals. i just payed my daughters tuition fee and cleared my mortgage debts, i am also richer and started a business that is doing fine. Mr George is really a life saver and he is very genuine. You can contact him with this email address: blankatm402@gmail.com
    Best wishes

    ReplyDelete
  3. Hello Everybody,
    My name is Mrs Sharon Sim. I live in Singapore and i am a happy woman today? and i told my self that any lender that rescue my family from our poor situation, i will refer any person that is looking for loan to him, he gave me happiness to me and my family, i was in need of a loan of $250, 000.00 to start my life all over as i am a single mother with 3 kids I met this honest and GOD fearing man loan lender that help me with a loan of $250, 000.00 SG. Dollar, he is a GOD fearing man, if you are in need of loan and you will pay back the loan please contact him tell him that is Mrs Sharon, that refer you to him. contact Dr Purva Pius, via email:(urgentloan22@gmail.com) Thank you.

    ReplyDelete