Saturday, 18 May 2019

Fixed Deposit Interest এর ওপর ব্যাঙ্ক TDS কেটে নিলে কি করবেন এবং কিভাবেই বা ব্যাঙ্কের TDS কেটে নেওয়া এড়াবেন ?

TDS কি ?

TDS এর পুরো কথা Tax Deducted at Source অর্থাৎ এক্ষেত্রে কারোর মোট আয়, করযোগ্য কিনা সেসব হিসাবের আগেই সরাসরি আয়ের উৎস থেকে Tax কেটে নেওয়া হয়।


কারা কাদের থেকে TDS কেটে নেয় ?

সাধারণত কোনো সংস্থা যদি অন্য কোনো ব্যক্তিকে বেতন, কমিশন, সুদ ইত্যাদি বাবদ অর্থ প্রদান করে, তাহলে ওই সংস্থা ব্যক্তিকে দেওয়া অর্থ থেকে TDS কেটে নিয়ে বাকি টাকা ব্যক্তিকে দেয়। তারপর ওই সংস্থা, ব্যক্তির থেকে TDS বাবদ কেটে নেওয়া অর্থ সরকারের কাছে জমা দেয়।

ব্যাঙ্ক কখন TDS কাটে ?

ব্যাঙ্ক সাধারণত স্থায়ী আমানতের সুদের (Fixed Deposit Interest) ওপর TDS কাটে। আয়কর আইনের 194A ধারা অনুযায়ী, যদি একটি FD (Fixed Deposit) বা একই ব্যাঙ্কে থাকা সমস্ত FD থেকে প্রাপ্ত মোট বার্ষিক সুদের অঙ্ক ১০,০০০ টাকার উর্দ্ধে হয় (২০১৯ বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে সুদ থেকে প্রাপ্ত বার্ষিক আয় ৪০,০০০ টাকার উর্দ্ধে হলে তবেই TDS কাটা হবে) তাহলে, ব্যাঙ্ক প্রদত্ত সুদের ওপর ১০% হারে TDS কাটবে(যদি PAN details দেওয়া থাকে)। ব্যাঙ্কের রেকর্ডে PAN details না থাকলে ব্যাঙ্ক ২০% হারে TDS কাটবে।

ব্যাঙ্কে কেটে নেওয়া TDS বাবদ অর্থ কি ফেরত পাওয়া যায় ?

যদি আপনার মোট বার্ষিক আয় করযোগ্য না হয়, তাহলে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে অবশ্যই কেটে নেওয়া TDS আপনি ফেরত পেতে পারেন, অথবা বার্ষিক মোট আয় করযোগ্য হলেও, যে টাকা TDS কাটা হয়েছে ট্যাক্সের পরিমান তারচেয়ে কম হলে বাকি টাকা Refund পেতে পারেন।

ব্যাঙ্ক TDS কাটছে কিনা কিভাবে বুঝবেন ?

অনেকসময় ব্যাঙ্ক FD Interest এর ওপর TDS কেটে নিলেও আমানতকারী তা বুঝতেই পারেন না, কারণ বেশিরভাগক্ষেত্রেই FD interest accrued হিসাবে পাওয়া যায়। তাই খোঁজখবর না রাখলে বছরের পর বছর TDS কাটলেও আমানতকারী তা জানতেও পারবেন না এবং দেরিতে জানলে, কেটে নেওয়া টাকা ফিরে পাবার সম্ভাবনাও কমে যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, হয়তো কেউ তিন বছরের জন্য কিছু টাকা FD (Fixed Deposit) করেছিলেন, কিন্তু তিনবছর শেষে FD matured হওয়ার পর দেখা গেল যে টাকা পাওয়ার কথা ছিল, তার থেকে কম টাকা পেয়েছেন। ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানা গেল প্রত্যেক বছর FD interest এর ওপর TDS কাটা গেছে। সেক্ষেত্রে কেবলমাত্র শেষ অর্থবর্ষ ছাড়া বাকি বছরগুলোতে কেটে নেওয়া TDS ফেরত পাওয়া প্রায় অসম্ভব, কারণ সেইসব বছরগুলোর আয়কর রিটার্ন দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে।

তাই ব্যাঙ্কে FD থাকলে অবশ্যই প্রত্যেক বছর ব্যাঙ্ক থেকে TDS Certificate (16A) নিন অথবা অনলাইনে TRACES থেকে 26AS ডাউনলোড করুন।

অনলাইনে 26AS ডাউনলোড করার পরে কি আবার ব্যাঙ্কে গিয়ে TDS Certificate (16A) নেওয়ার প্রয়োজন আছে ?

TDS কাটা গেছে কিনা সেটা জানার সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে 26AS ডাউনলোড করে নেওয়া। 26AS থেকেই TDS সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। তবে অনেকসময় ব্যাঙ্ক TDS কেটে নিলেও 26AS এ আপডেট করতে ভুলে যায়, তাছাড়া অর্থবর্ষের শেষ কোয়ার্টার অর্থাৎ Jan-Mar কোয়ার্টারের TDS রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে মে হওয়ায়, ৩১ শে মে এর আগে ব্যাঙ্ক চট্ করে 26AS এ শেষ কোয়ার্টার আপডেট করে না। তাই ব্যাঙ্ক থেকে TDS Certificate (16A) নিলে TDS এর হিসাবে ভুলের সম্ভাবনা কম থাকে।

ব্যাঙ্কের TDS কেটে নেওয়া এড়াতে চাইলে কী করতে হবে ?

যদি ব্যাঙ্কে আপনার কোনো FD থাকে, তাহলে অর্থবর্ষের শুরুতেই (এপ্রিল মাসে) 15G (৬০ বছরের কম বয়স হলে) বা 15H (সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬০ বছর বা তার বেশি বয়স) Form fill up করে সংশ্লিষ্ট ব্যাঙ্কে জমা দিয়ে দিন।

Form 15G / 15 H কি ?

FD থেকে প্রাপ্ত সুদবাবদ আয়ের ওপর ব্যাংক যাতে TDS না কাটে সেজন্য অর্থবর্ষের শুরুতেই (এপ্রিল মাসে) ব্যাঙ্কে Form 15G / 15 H জমা দিতে হয়। এগুলি একধরণের Declaration Form. ৬০ বছরের নীচে বয়স হলে 15G fillup করে জানাতে হয় সুদবাবদ বার্ষিক মোট আয়, করযোগ্য আয়ের তুলনায় কম ( ২.৫ লক্ষ ২০১৯-২০ অর্থবর্ষে)। ৬০ বছর বা তার বেশি বয়স হলে 15H fillup করে জানাতে হয় সুদবাবদ বার্ষিক মোট আয় করযোগ্য আয়ের তুলনায় কম ( ৬০-৭৯ বছর পর্যন্ত  ৩ লক্ষ, ৮০ বছর বা তার উর্দ্ধে ৫ লক্ষ, ২০১৯-২০ অর্থবর্ষে)

1 comment:

  1. Hello Everybody,
    My name is Mrs Sharon Sim. I live in Singapore and i am a happy woman today? and i told my self that any lender that rescue my family from our poor situation, i will refer any person that is looking for loan to him, he gave me happiness to me and my family, i was in need of a loan of $250, 000.00 to start my life all over as i am a single mother with 3 kids I met this honest and GOD fearing man loan lender that help me with a loan of $250, 000.00 SG. Dollar, he is a GOD fearing man, if you are in need of loan and you will pay back the loan please contact him tell him that is Mrs Sharon, that refer you to him. contact Dr Purva Pius, via email:(urgentloan22@gmail.com) Whats App +91-8929509036 Thank you.

    ReplyDelete