ইস্ট সিকিম, এবার পুজোর ছুটিতে জীবনে প্রথমবার এখানে বেড়াতে গিয়েছিলাম, আর প্রথমবারেই মাত্র ৩ রাত্রি / ৪ দিনের মধ্যে যা যা অভিজ্ঞতার সম্মুখীন হলাম, কয়েকবার বেড়িয়ে এলেও হয়তো অনেকে সেসবের মুখোমুখি হয় না।
Padamchen Road |
অবশ্য ভালো ব্যাপার গুলোর মুখোমুখি হওয়াটাই কাম্য, খারাপ ঘটনার মুখোমুখি না হওয়াই ভালো।
যাইহোক ঐ কদিন আমরা সিকিমে মেঘ, বৃষ্টি, কুয়াশা, রোদ্দুর থেকে শুরু করে ধস, জোঁক, মাঝ রাস্তায় গাড়ি খারাপ এবং তার জন্য হঠাৎ বেড়ানোর রুট আর প্ল্যান চেঞ্জ সব কিছুরই অভিজ্ঞতা লাভ করেছি।
Mountain Flowers |
বিভিন্ন কারণে প্ল্যান পরিবর্তন হওয়ার পর আমাদের বেড়ানোর ফাইনাল রুট ছিল বার্মিক-পদমচেন-জুলুক-সিল্করুট- আরিটার-ঋষিখোলা। তবে অনেক খারাপ ঘটনার মাঝেও ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবারেই আমাদের মন ভালো করে দিয়েছে।
প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি ওখানকার মানুষজনও যথেষ্ট ভালো। আর খাবারদাবারের মধ্যে বার্মিক-এর একতা হোম স্টের খাবার ও রান্না জাস্ট অসাধারণ। তবে পদমচেন-এর রাস্তায় হাঁটতে বেরিয়ে রাস্তার পাশে ঘাস আর ঝোপঝাড়ের দিকে একটু গেলে জোঁকে ধরবেই আর সেটা জুতো মোজা না খোলা পর্যন্ত সহজে টের পাওয়া মুশকিল।
Problem in Car |
Land Slide |
আমাদের ভাগ্য একটু হলেও ভালো ছিল, তাই থাম্বি ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি কারণ বেশিরভাগ সময়ই ওই জায়গাটা মেঘ ও কুয়াশায় ঢাকা থাকে।
Aritar Monastery |
আরিটার মনস্ট্রি বিকেলের দিকে বন্ধ ছিল, কখন খোলা থাকে সেটা ওখানে কেউ বলতেও পারল না (একজন অবশ্য আঞ্চলিক ভাষায় অনেক কিছু বললো, কিন্তু কিছুই বুঝলাম না, পুরোটাই মাথার ওপর দিয়ে গেল)।
Mountain Dog |
Wooden House |
আর সন্ধের দিকে ঋষিখোলা পৌঁছে প্রায় অন্ধকারের মধ্যে ব্যাগপত্তর নিয়ে একটা নড়বড়ে সরু কাঠের ব্রিজ পেরিয়ে পাহাড়ের ওপর হোটেলে পৌঁছনোর অভিজ্ঞতা জাস্ট ভোলার নয়।
Campfire |
Chicken Thaipo |
ওই কদিনে আরো অনেক কিছুই ঘটেছিল, সব বলাও যাবে না। তবে ৬০০০-৭০০০ টাকার মধ্যে দিন চারেকের জন্য ঘুরে আসার আদর্শ জায়গা হলো ইস্ট সিকিম। সিকিমে বেড়াতে গেলে প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই নিয়ে যাবেন, হোম স্টে গুলোর কাছাকাছি কোনো ওষুধের দোকান চোখে পড়ল না।
সিকিমে যত পাহাড়ের ওপরে উঠবেন মোবাইল নেটওয়ার্ক ততই খারাপ হবে, একমাত্র এয়ারটেল তবু কিছু জায়গায় চলে (*free promotion) আর ট্রাভেল এজেন্ট-এর সাথে গেলে ট্যুর শেষ হওয়ার আগে কখনোই পুরো টাকা পেমেন্ট করবেন না (*free advice), এরা যখন তখন ঝুলিয়ে দিতে পারে।
Rishikhola |
ভিডিও লিংক:
Sikkim Tour With Friends
0 Please Share a Your Opinion.: