পাহাড় এবং সমুদ্রের মধ্যে পাহাড়ই আমার বরাবরের প্রিয়, কারণ পাহাড়ের শান্ত পরিবেশ মনকে স্থির ও চাপমুক্ত করে। আর সিকিম এমনই একটা জায়গা যেখানে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়, যেমন- ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চারপাশে প্রচুর বরফ, মার্চের শেষ থেকে মে'র প্রথম পর্যন্ত রডোডেনড্রনের অপরূপ শোভা, জুলাই থেকে সেপ্টেম্বরে পাহাড়ি ঝর্ণার প্রবল প্রবাহ ইত্যাদি। যদিও মার্চের শেষ থেকে মে'র প্রথম পর্যন্তই নর্থ সিকিম যাওয়ার সবচেয়ে ভালো সময়। এবার নিজের অভিজ্ঞতা থেকে নর্থ সিকিম ভ্রমণ সম্পর্কে কয়েকটি সাধারণ কথা বলা যাক:
পাহাড়ি পথে |
কিভাবে যাবেন:
রেলপথে গেলে নিউজলপাইগুড়ি স্টেশন, প্লেনে গেলে বাগডোগরা এয়ারপোর্ট, বাসে গেলে শিলিগুড়ি নামতে হবে এবং যেখানেই নামুন না কেন আপনাকে শেষপর্যন্ত গাড়ি (Sumo / Bolero, ভাড়া ১৭০০-১৮০০, রাতে ২৫০০) করে গ্যাংটকে পৌঁছতে হবে। যদি আগে থেকে হোটেল বুক করা থাকে, তাহলে রেলপথে এলে চেষ্টা করবেন, NJP থেকেই যেন পিক আপ হয়। গ্যাংটক পৌঁছে গাড়ি আপনাকে স্ট্যান্ডে নামিয়ে দেবে, সেখান থেকে ট্যাক্সি ধরে (চারজন / ট্যাক্সি, মোট ভাড়া ১০০ টাকা) আপনাকে হোটেল পৌঁছতে হবে। গ্যাংটকে হোটেল ভাড়া ৮০০-১০০০ টাকা (২ জন থাকার ঘর), ১২০০-১৪০০ টাকা (চারজন থাকার ঘর)। গ্যাংটকের হোটেল থেকেই আপনি নর্থ সিকিম ঘোরার প্যাকেজ বানিয়ে নিতে পারেন বা গ্যাংটকে অনেক ট্যুর এজেন্সি আছে , সেখান থেকেও প্যাকেজ বানাতে পারেন। গ্যাংটক থেকে নর্থ সিকিম ঘুরে আবার গ্যাংটকে ফিরে আসার আনুমানিক খরচ পড়বে গাড়ি প্রতি ২০০০০-২২০০০ মতো (নর্থ সিকিমের লাচেন, লাচুনে একটু বেশি ভালো হোটেলে থাকতে চাইলে খরচ আরো বাড়তে পারে)। গাড়ি বলতে Sumo / Bolero, একটা গাড়িতে ড্রাইভার বাদে আটজন ভালোভাবে ধরতে পারে, তবে শেয়ার কার হলে, ওই গাড়িতেই দশজনকে চাপাচাপি করে বসতে হবে। গ্যাংটক থেকে লাচেন-লাচুনে সব লাগেজ নিয়ে যাওয়ার দরকার নেই, অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে বাকি লাগেজ গ্যাংটকের হোটেলেই রেখে যেতে পারেন। গ্যাংটকের হোটেল থেকে নর্থ সিকিম যাওয়ার গাড়ির স্ট্যান্ডে যেতেও আপনাকে আবার ১০০ টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করতে হবে। নর্থ সিকিম ট্যুর শেষ করে গ্যাংটক থেকে ছাঙ্গু, নিউ বাবা মন্দির এবং নাথুলা পাস ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে খরচ পড়বে গাড়ি প্রতি ২৫০০-৩০০০ টাকা।
সব মিলিয়ে ধরে নিন পুরো নর্থ সিকিম এবং ছাঙ্গু লেক (Tsomgo lake), নিউ বাবা মন্দির, নাথুলা পাস থেকে শুরু করে গ্যাংটকের হোটেল ভাড়া নিয়ে পুরো ট্যুরে জনপ্রতি ১০০০০ টাকা মতো খরচ হওয়া উচিত।
দর্শনীয় স্থান এবং ট্যুর প্ল্যান:
১ম দিন:
নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি / বাগডোগরা থেকে গ্যাংটক। হাতে সময় থাকলে গ্যাংটকে M.G. Marg
মার্কেট ঘুরে দেখতে পারেন (রাত ৯টার মধ্যে বন্ধ হয়ে যায়) এবং রোপওয়ে চাপতে পারেন (টিকিট জনপ্রতি ১১৭ টাকা, বিকাল ৫টা পর্যন্ত রোপওয়ে চলে)।
২য় দিন:
সকাল ১০-১০:৩০ নাগাদ গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে রওনা। লাচেন যাওয়ার পথে কয়েকটি ঝর্ণা যেমন- সেভেন সিস্টার ফলস, নাগা ফলস ইত্যাদি দেখা যায়, যদিও শীত ও গ্রীষ্মে ঝর্ণায় জলের প্রবাহ স্বাভাবিকভাবেই অনেকটা কম থাকে। এছাড়া তিস্তা নদীর ধারে ছবি তোলার সুযোগও রয়েছে। লাচেন পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। ওখানে রাত ৮টার মধ্যেই ডিনার খেয়ে নিতে হবে।
নর্থ সিকিমের রাস্তা |
৩য় দিন:
লাচেন থেকে ভোরবেলা ৫:৩০ নাগাদ রওনা দিতে হবে কালাপাথর ও গুরুদংমার লেকের উদ্দেশ্যে। এছাড়া ওখান থেকে চোপ্তা ভ্যালিতেও যাওয়া যায়। সমগ্র পথ জুড়েই রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, তবে গুরুদংমার যাওয়ার রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ। গুরুদংমার থেকে দুপুরে লাচেনে ফিরে দুপুরের খাবার খেয়েই রওনা দিতে হয় লাচুনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতেও সন্ধ্যা হয়ে যাবে এবং রাত ৮টার মধ্যেই ডিনার খেয়ে নিতে হবে।
কালাপাথর |
৪র্থ দিন:
লাচুন থেকে সকাল ৭টা নাগাদ রওনা দিতে হবে ইয়ুমথাং ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তারপর দুপুরে হোটেলে খাওয়াদাওয়া সেরে রওনা দিতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। লাচুন থেকে গ্যাংটকে পৌঁছতে প্রায় ৫ ঘন্টা মতো সময় লাগবে। লাচুন থেকে ফেরার পথে বচ্চন ফলস (জায়গাটির নাম বিছু) নামে একটি ঝর্ণা পাবেন। তবে নর্থ সিকিমে বরফ দেখার পর আপনার আর ঝর্ণার কাছে দাঁড়াতে বারবার ভালো লাগবে না।
বচ্চন ফলস, বিছু, লাচুন। |
৫ম দিন:
গ্যাংটক থেকে সকাল ৭টা নাগাদ রওনা দিতে হবে ইস্ট সিকিমের ছাঙ্গু লেক (Tsomgo lake), নিউ বাবা মন্দির ও নাথুলা পাসের উদ্দেশ্যে। প্রসঙ্গত জানিয়ে রাখি নিউ বাবা মন্দিরের কাছ থেকে কুপুপ যাওয়া যায় কিন্তু পারমিট না থাকলে কুপুপ লেক যাওয়া যায় না, তাই গুগুল ম্যাপ দেখে ড্রাইভারকে অযথা অতিরিক্ত টাকা দিয়ে কুপুপ লেক যেতে যাবেন না,। বিকালে গ্যাংটকে ফিরে রাত কাটাতে পারেন বা সেদিন রাতেই শিলিগুড়ি ফিরে আসতে পারেন। সবটাই আপনার ফেরার ট্রেনের বা প্লেনের সময়সূচীর ওপর নির্ভরশীল।
গ্যাংটক থেকে ছাঙ্গু, নিউ বাবা মন্দির ও নাথুলা পাস নর্থ সিকিম ঘোরার আগে অর্থাৎ ২য় দিনেও যাওয়া যায়, সবটাই পরিস্থিতি, আবহাওয়া এবং আপনার ট্যুর প্ল্যানের ওপর নির্ভরশীল।
আবহাওয়া:
সিকিমের আবহাওয়া আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্রদের রং কয়েক মিনিটেই বদলে যেতে পারে। মানে এই দেখলেন মেঘমুক্ত রোদঝলমলে আকাশ তো পরক্ষনেই চারদিক মেঘ ও কুয়াশায় ঢাকা। তাই কেউ প্রথমবার ঘুরতে গিয়েই সমস্ত দর্শনীয় স্থান ভালোভাবে ঘুরতে পারেন, আবার কেউ বারবার গিয়েও সব জায়গায় নাও পৌঁছতে পারেন। সবটাই ভাগ্যের ব্যাপার।
ইউমথাং ভ্যালি |
ট্রাভেল কার্ড ও পরিচয়পত্র:
সিকিমে প্রায় সব দর্শনীয় স্থানে পৌঁছতে গেলেই গাড়ির পারমিট করতে হয়, সেজন্য প্রত্যেকের কাছে অরিজিনাল সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড থাকলেই ভালো হয়), অন্তত ৪ কপি ফটো ও পরিচয়পত্রের জেরক্স থাকতে হবে। এছাড়া সিকিম ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক ভ্রমণকারীর ফটো ও পরিচয়পত্র আপলোড এবং অন্যান্য তথ্য পূরণ করে করে ট্রাভেল কার্ড বানিয়ে নিতে হবে, এই কাজটা বেড়াতে যাওয়ার আগে নিজেই করে নেবেন নইলে ওখানে গিয়ে কাউকে দিয়ে করাতে হলে ফালতু খরচ করতে হবে।
সতর্কতা ও ওষুধপত্র :
গুরুদংমার, কালাপাথর, নাথুলা পাস ইত্যাদি জায়গার উচ্চতা বেশি হওয়ায় বাতাসে অক্সিজেন লেভেল খানিকটা কম থাকে। তাই এসব জায়গায় লাফালাফি, দৌড়াদৌড়ি না করাই ভালো। গুরুদংমারে যাওয়ার আগের দিন মদ্যপান বা ধুমপান না করার চেষ্টা করবেন, মনে রাখবেন নিকোটিন রক্তে মিশে রক্তের অক্সিজেন বহনক্ষমতা কমিয়ে দেয় আর অধিক উচ্চতায় কম অক্সিজেনযুক্ত পরিবেশে মদ্যপানে শ্বাসকষ্ট থেকে হার্টব্লক পর্যন্ত হতে পারে।
নাথুলা পাস |
গুরুদংমার, কালাপাথর, নাথুলা পাসের মতো অধিক উচ্চতার জায়গায় যাওয়ার আগের দিন সকালে Asthalin 2 ট্যাবলেট খেয়ে নিতে পারেন (অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে), কোকা 30, নাকের ড্রপ, কর্পূরের মতো জিনিস অবশ্যই সাথে রাখবেন, এগুলি শ্বাসকষ্ট হলে কাজে দেবে। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি হাঁপানি বা অন্য কোনো বড়ো শারীরিক সমস্যা না থাকলে একটু সতর্কতা অবলম্বন করলেই পাহাড়ে অধিক উচ্চতায় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। শরীরে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে অতিরিক্ত সতর্কতা হিসাবে একটা পোর্টেবল অক্সিজেন ক্যান বা অন্তত একটা ইনহেলার রাখতে পারেন।
পাহাড়ে ডাক্তারখানা তো দূর একটা ওষুধের দোকান পর্যন্ত পাবেন না, তাই সাধারণ কিছু ওষুধ যেমন- গ্যাস অম্বলের ওষুধ, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটি ক, পেনকিলার, বমি ও পায়খানা বন্ধের ওষুধ, তুলো, ব্যান্ডেজ ইত্যাদি সঙ্গে রাখবেন।
পরিবেশ সচেতনতা :
সিকিমের রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার তাই যত্রতত্র আবর্জনা না ফেলে শুধুমাত্র ডাস্টবিনেই আবর্জনা ফেলবেন। নর্থ সিকিমে ঢোকার আগে সমস্ত ডিস্পোজেবল বোতল ফেলে দিতে হবে, নিয়ম না মানার জন্য ধরতে পারলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই জল খাবার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির বোতল সঙ্গে রাখবেন। সঙ্গে অবশ্যই মাস্ক রাখবেন এবং পরবেন।
মোবাইল নেটওয়ার্ক :
অনেকেই বলে থাকেন সিকিমে নাকি BSNL ছাড়া অন্য নেটওয়ার্ক ভালো পাওয়া যায়না। তবে দুবার সিকিম ঘুরে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি নর্থ এবং ইস্ট সিকিমে Airtel এর নেটওয়ার্কই সবচেয়ে ভালো, স্থানীয়রাও বেশিরভাগই Airtel এর সিমই ব্যবহার করেন। Vodafone এর নেটওয়ার্কও আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু BSNL এর সার্ভিস মোটামুটি।
বিপদে ভরসা :
সিকিমে পর্যটকদের বড়ো ভরসা ভারতীয় সেনা। আবহাওয়া হঠাৎ খারাপ হলে বা কোথাও ধস নামলে জওয়ানরাই পর্যটকদের উদ্ধার করেন এবং সেনা ছাউনিতে রাখার ব্যবস্থা করেন। আর সিকিমে বেড়াতে গেলে শুকনো খাবার অবশ্যই সাথে রাখবেন।
তবে দেশের নিরাপত্তার স্বার্থে সেনাদের বা সেনা ছাউনির ছবি তুলবেন না।
বিশেষ দ্রষ্টব্যঃ
ছাঙ্গু লেকে গেলে অবশ্যই রোপওয়েতে চাপবেন (ভাড়া জনপ্রতি ৩৬০ টাকা), ইয়াকের পিঠে চাপতে পারেন, নাথুলা পাসে গেলে গ্যারিসন কম্যান্ডারের সই করা সার্টিফিকেট নিতে পারেন (মূল্য ৫০ টাকা), নাথুলা পাস যাওয়ার বা ফেরার পথে আর্মি ক্যান্টিনে গিয়ে অত্যন্ত কম দামে কিছু খাওয়াদাওয়া করতে পারেন বা কোল্ড ক্রিম, বডি লোশনের মতো কিছু জিনিস কেনাকাটা করতে পারেন, এছাড়া গ্যাংটক মার্কেটে গেলে ৩০ টাকা দিয়ে আইসক্রিম অবশ্যই খেয়ে দেখবেন। গ্যাংটক থেকে ছাতা কিনতে পারেন (দাম ১৫০-৩০০ টাকা), এছাড়া ছোটখাটো আরো জিনিস তো রয়েছেই।
গ্যাংটকের স্পেশ্যাল আইসক্রিম |
তবে গ্যাংটকের বেশিরভাগ রেস্টুরেন্টগুলোর খাবারদাবার মোটেই ভালো নয় এবং দামও বেশি, তাই রাত্রে বাইরে না খেয়ে নিজেদের হোটেলেই খাবার চেষ্টা করবেন।
নর্থ সিকিমে জিনিসপত্র ও খাবারদাবারের দাম আরও বেশি, কারণ গ্যাংটক থেকেই গাড়ি করে ওখানে খাবার পৌঁছয়, তাই গাড়িভাড়া বাবদ জিনিসপত্রের দাম তো বেশি হবেই। সেজন্য শুকনো খাবার নিজেদের সঙ্গে নিয়ে যাওয়াটাই ভালো। আরেকটা বিষয় বলে রাখি, বরফে খেলা করার জন্য ইয়ামথানগ ভ্যালির কাছেই ২৫০ টাকা করে গামবুট ভাড়া পাওয়া যায়, তবে আপনার নিজের জুতোর অবস্থা ভালো হলে গামবুট ভাড়া না নিলেও চলবে।
জিরো পয়েন্ |
ট্রেন এবং প্লেন প্রসঙ্গ:
যেহেতু আমি গিয়েছিলাম ট্রেনে ও ফিরেছিলাম প্লেনে তাই নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, কোভিড পরবর্তী সময়ে রেলের স্লিপার ক্লাস যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চেকার এসে টিকিট পরীক্ষা করছিল, উটকো লোক খুব একটা ওঠেনি। তবে এসি তে বালিশ, চাদর এসব কিছু দিচ্ছে না। নিমতিতা, ধূলিয়ান গঙ্গা এসব স্টেশনে আর পি এফের পাহারা ছিল চোখে পড়ার মতো।
আর প্লেন প্রসঙ্গে বলতে হয় বোর্ডিং টাইমের অন্তত ১-১:৩০ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছবেন, লাগেজ চেক ইন করতে একটু সময় লাগে। বাগডোগরা থেকে দমদম পৌঁছতে প্লেনে মাত্র ১ ঘন্টা সময় লাগে।
সবশেষে বলতে পারি, আপনি যদি ভ্রমণপ্রিয় হন তাহলে বয়স বেশি বেড়ে যাওয়ার আগেই অন্তত একবার ঘুরে আসুন নর্থ সিকিম, নইলে জীবনে এক অপূর্ব দ্রষ্টব্য আপনি মিস করে যাবেন।
Hi,
ReplyDeleteInteresting article! Thank you for sharing them ! really nice post keep sharing ! if want Import Export Consultants in bangaloreFssai Registration in bangalore click on it
DO YOU NEED A LOAN : TRUST ME WE CAN SOLVE YOUR FINANCE PROBLEM
ReplyDeleteDo you need Personal Loan?
Business Cash Loan?
Unsecured Loan
Fast and Simple Loan?
Quick Application Process?
Approvals within 24-72 Hours?
No Hidden Fees Loan?
Funding in less than 1 Week?
Get unsecured working capital?
Contact Us At : urbansuccessfundings@gmail.com
LOAN SERVICES AVAILABLE INCLUDE:
Commercial Loans.
Personal Loans.
Business Loans.
Investments Loans.
Development Loans.
Acquisition Loans .
Construction loans.
Credit Card Clearance Loan
Debt Consolidation Loan
Business Loans And many More Loan Opportunity:
LOAN APPLICATION FORM:
=================
Full Name:................
Loan Amount Needed:.
Purpose of loan:.......
Loan Duration:..
Gender:.............
Marital status:....
Location:..........
Home Address:..
City:............
Country:......
Phone:..........
Mobile / Cell:....
Occupation:......
Monthly Income:....
Contact Us At urbansuccessfundings@gmail.com
WhatsApp/ Call: +1 724 769 3888
অনেক ব্লগ পড়েছি, যার লেখার সাথে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু আপনার লেখাতে বাস্তব খুঁজে পেলাম। অনেক শুভেচ্ছা এই লেখাটির জন্য।
ReplyDeleteURGENT LOAN IS AVAILABLE NOW
ReplyDeleteTODAY I GOT MY DESIRED LOAN AMOUNT $760K FROM A RELIABLE,TRUSTED AND REGISTERED PRIVATE LOAN COMPANY LAST WEEK,BUSINESS/HOME/COMPANY/PROJECT/PERSONAL LOAN? ARE NOW AFFORDABLE HERE FOR YOU TODAY CONTACT Email profdorothyinvestments@gmail.com WhatsApp Number +1(541)279-1406
Hello, I'm here to testify of how i got my real estate business loan from PROF. MRS.DOROTHY JEAN INVESTMENTS (profdorothyinvestments@gmail.com) I don't know if you are in need of an urgent loan to pay bills, start business or build a house, they offer all kinds of loan Ranging from $5,000.00 to $2,000,000.00USD with a low interest rate of 2% and loan duration of 1 to 33 years to pay back the loan secure and unsecured. Are you losing sleep at nights worrying how to get a Legit Loan Lender?
MRS.DOROTHY JEAN holds all of the information about how to obtain money quickly and painlessly without cost/stress via Contacts WhatsApp Number +1(541)279-1406 Email profdorothyinvestments@gmail.com