Friday, 10 April 2020

RTI: কিছু পরিচিত প্রশ্নের অজানা উত্তর


ছোটবেলায় আমরা সাধারণ জ্ঞান বইতে দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেককিছুই পড়েছি, কিন্তু এখন গুগল এবং বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখা যাচ্ছে, ছোটো থেকে আমরা অনেককিছুই ভুল জেনেছি বা বলা ভালো আমাদের ভুল জানানো হয়েছে। বিশ্বাস না হলে আপনি নিজেও গুগল করে বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
ভারতের জাতীয় খেলা কি?
ছোটবেলায় আমরা বইতে পড়েছি ভারতের জাতীয় খেলা 'হকি'। এমনকি কিছু বইতে পড়েছি 'কবাড়ি বা হাডুডু' আমাদের জাতীয় খেলা। কিন্তু সত্যিই কি তাই?
প্রথমত হকি হল পাকিস্তানের জাতীয় খেলা। বিশ্বাস না হলে গুগল করে দেখতে পারেন। দ্বিতীয়ত ভারতের Union Ministry of Youth Affairs and Sports একটি RTI এর উত্তরে জানিয়েছে ভারতবর্ষের কোনো জাতীয় খেলাই নেই।

ভারতের রাষ্ট্রভাষা কি?
ছোটো থেকে বই পড়ে আমরা এটাও জেনেছি ভারতের রাষ্ট্রভাষা হিন্দি। কিন্তু ভারতীয় সংবিধানের 343(1) ধারা অনুযায়ী হিন্দি এবং ইংরাজি হল ভারতের দাপ্তরিক ভাষা (Official Language) কিন্তু রাষ্ট্রভাষা (National Language) নয়।

ভারতের জাতির জনক কে?
আমরা প্রায় সবাই বইয়ে পড়েছি ভারতের জাতির জনক হলেন মহাত্মা গান্ধী, কিন্তু ভারত সরকার এক RTI এর উত্তরে জানিয়েছে সরকারের তরফে গান্ধীজিকে 'জাতির জনক' (Father of Nation) উপাধি দেওয়া হয়েছে এমন কোন অফিসিয়াল রেকর্ড সরকারের কাছে নেই। 
তবে স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অবদান অনস্বীকার্য এবং ভারতবাসীর কাছে গৌরবের। তাই এ ব্যাপারে বিতর্ক না বাড়ানোই ভালো।
স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী এগুলো কি জাতীয় ছুটির দিন (National Holiday) ?
আমরা প্রত্যেকেই তাই জানি। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর এক RTI এর উত্তরে জানিয়েছে, ভারত সরকার কোনোদিনই এই দিনগুলোকে জাতীয় ছুটি হিসাবে পালন করার জন্য কোনো অর্ডিন্যান্স জারি করেনি। নিঃসন্দেহে এই তথ্য আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যের।

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী এই দিনগুলি জাতীয় ছুটির দিন কিনা সেই সংক্রান্ত RTI এর উত্তরটি পড়তে এখানে ক্লিক করুন।

 

1 comment:

  1. Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Dr James Eric Finance Pvt Ltd Thanks

    ReplyDelete