Monday, 6 April 2020

সোশ্যাল মিডিয়ার খবরের সত্যতা নিজেই যাচাই করবেন কিভাবে?

Facebook বা Whatsapp এ নতুন কোনো খবর পাওয়া মাত্র প্রায়ই আমরা উত্তেজনার বশে ঠিকভুল খোঁজ না করেই সেগুলো শেয়ার বা ফরোয়ার্ড করে ফেলি। পরে অনেকক্ষেত্রেই দেখা যায় সেই খবরগুলো সম্পূর্ণ মিথ্যা, কিন্তু ততক্ষণে আমরা গুজব ছড়িয়ে ফেলেছি এবং নিজেদের মধ্যে তর্কাতর্কিও শুরু করে দিয়েছি। কিন্তু একটু সতর্ক থাকলে হয়তো এসব খবরের সত্য মিথ্যা আপনি নিজেও যাচাই করতে পারেন। তাই প্রথমসারির সংবাদপত্র বা কোনো অফিসিয়াল সোর্স ছাড়া সোশ্যাল মিডিয়ার খবরের ওপর চট করে বিশ্বাস করবেন না, ফরোয়ার্ড বা শেয়ার করার আগে অন্ততঃ ইন্টারনেটে একটু খোঁজ করে নেবেন। নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখলে হয়তো আপনি ভুয়ো খবরের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবেন।

Reverse Image Search: সোশ্যাল মিডিয়ায় অনেকসময় পুরোনো ছবি কেও বর্তমান ঘটনার সাথে জুড়ে দেওয়া হয় বা একজায়গায় ছবিকে অন্যজায়গার ছবি বলে চালিয়ে দেওয়া হয়। Google Reverse Image Search এর মাধ্যমে আপনি ছবি দিয়েই সার্চ করতে পারবেন। (সন্দেহজনক ছবিটিকে download করে search অপশনে upload করতে হবে শুধু।) ছবির সাহায্যে সার্চ করতে এই লিঙ্কে ক্লিক করুন।

সরকারি অফিসিয়াল ওয়েবসাইট/ টুইটার চেক করুন: সরকারি নির্দেশিকা সর্বদা সরকার তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট বা টুইটার হ্যান্ডেলে প্রকাশ করে। তাই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য নির্দেশিকার কোনো ভিত্তি নেই।

তারিখ খেয়াল করুন: অনেক সময় অনেকে কোনো পুরোনো ঘটনার ছবি বা ভিডিও নতুন ঘটনা ভেবে শেয়ার করে ফেলেন। তাই শেয়ার করার আগে তারিখ অবশ্যই খেয়াল করবেন।

খবরের উৎস খেয়াল করুন: সাধারণত অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথমসারির পরিচিত মিডিয়াই হল যেকোনো খবরের বিশ্বস্ত সূত্র। এছাড়া কোনো সেলিব্রিটি সংক্রান্ত কোনো খবরের সত্যতা যাচাই করার জন্য তার অফিসিয়াল টুইটার/ ফেসবুক / ইন্সট্রাগ্রাম দেখতে পারেন।

সত্য জানতে প্রশ্নশীল হোন: স্কুলে অনেকসময় দেখা যায় বাচ্ছারা পড়া না বুঝেই ঘাড় নেড়ে দেয়, এতে যে প্রকৃত শিক্ষালাভ হয় না তাতে কোনো দ্বিমত নেই। তাই একটু অন্যরকম বা বিতর্কমূলক খবর শেয়ার করার আগে ভাবুন সেই ব্যাপারটা সম্ভব কিনা বা যৌক্তিকতা আছে কিনা। তারপরে ইন্টারনেটে সার্চ করে দেখুন।

সত্য কখনো চাপা থাকে না, তাই গুজব ছড়িয়ে বোকামি করবেন না। গুজব ছড়ানো আইনত অপরাধ। ধন্যবাদ

You may also read:
How to search with IMAGE 

1 comment: